স্পেনের এ শহরের উৎপত্তি নিয়ে নানা মত রয়েছে। কার্থেজের একজন সেনাপতি খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে এটি প্রতিষ্ঠা করেন বলে অনেকের ধারণা। কেউ কেউ অবশ্য রোমান মিথলজির বীর হারকিউলিসকে এর প্রতিষ্ঠাতা ভাবেন। স্থপতি অ্যান্টনি গাউডির সেরা কীর্তি সাগ্রাডা ফ্যামিলিয়া (Sagrada Família) রয়েছে এখানে। শহরটির নাম কী?
সঠিক!
ভুল!
-
_____ ফ্রান্সের সবচেয়ে পুরানো শহর। ইউরোপের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র হিসাবে বিবেচিত হয় এটি। গ্রিকদের প্রতিষ্ঠা করা এ শহর এক সময় রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিলো।
সঠিক!
ভুল!
-
লন্ডন প্রায় ৩০০০ বছরের ইতিহাস ধারণ করে আছে। ৪৩ সালে রোমানরা ব্রিটেন দখলের ৪ বছর পর শহরটির প্রতিষ্ঠা ঘটে। তখন কী নাম দেয়া হয়েছিলো এর?
সঠিক!
ভুল!
-
বিখ্যাত সান্তা মারিয়া দেল ফিয়োরে ক্যাথিড্রাল এখানে অবস্থিত। ইতালির এ শহরকে বিবেচনা করা হয় রেনেসাঁর জন্মস্থান হিসাবে। এর কেন্দ্রস্থান ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত। শহরটির নাম -
সঠিক!
ভুল!
-
ভাইকিং জেলেদের ছোট এক গ্রাম থেকে বিশপ আবসালন প্রতিষ্ঠা করেন ____। পঞ্চদশ শতাব্দীতে এ শহর তিনটি রাজ্যের রাজধানী হয়। পৃথিবীর অন্যতম সবচেয়ে সবুজ শহরটির অর্ধেকেরও বেশি অধিবাসী সাইকেলে যাতায়াত করে। এখানকার পর্যটন আকর্ষণের মধ্যে রয়েছে "The Little Mermaid" নামের মূর্তি।
সঠিক!
ভুল!
-
ইউরোপের অন্যতম প্রাচীন শহর _____ রোমান ও অটোমান শাসনের সময় রাজধানীর স্বীকৃতি পেয়েছিলো। ১৮৭৮ সালে তুর্কিদের কাছ থেকে মুক্তি পাওয়ার এক বছর পর বুলগেরিয়ার রাজধানী হিসাবে আনুষ্ঠানিক মর্যাদা লাভ করে এটি।
সঠিক!
ভুল!
-
অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্যের সম্রাজ্ঞী মারিয়া টেরেসা এখানে নির্মাণ করেন বিখ্যাত শ্যোনব্রুন প্রাসাদ। সাংস্কৃতিক ঐতিহ্যের বিবেচনায় - বিশেষ করে মিউজিকের জন্য - বিশ্বের অন্যতম সবচেয়ে পরিচিত এ শহর হলো -
সঠিক!
ভুল!
-
অষ্টাদশ শতকে বাল্টিক সাগর তীরবর্তী এ শহর প্রতিষ্ঠা করেন রাশিয়ার এক জার। ১৯১৪ সালে পেট্রোগ্রাড নাম ধারণ করে এটি। দশ বছর পর এর নাম পরিবর্তন করে লেনিনগ্রাড রাখা হয়। ১৯৯১ সালে শহরটি আবারো পুরানো নাম ফিরে পায়। কী নাম?
সঠিক!
ভুল!
-
পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর রয়েছে এ শহরে। ১৯৭২ সালের অলিম্পিক আসর বসেছিলো এখানে। কোন শহর?
সঠিক!
ভুল!
-
দর্শনীয় ছবি, ভাস্কর্য ও মোজাইকের উপস্থিতি এ শহরের সাবওয়ে স্টেশনগুলোকে দিয়েছে বিশ্বব্যাপী পরিচিতি। ১৪টি দ্বীপের সমন্বয় ঘটেছে নর্ডিক শহরটিতে। এর নামের আক্ষরিক অর্থও হলো লম্বা দ্বীপ। কোন শহরের কথা বলা হচ্ছে?
সঠিক!
ভুল!
-