in ,

আততায়ী কুইজ: গুপ্তহত্যা যুগে যুগে

“আততায়ী” শব্দটি ইতিহাসের সাথে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। সেই ছুরিকাহত জুলিয়াস সীজারের “Et tu, Brute?” (অনুবাদঃ ব্রুটাস, তুমিও?) থেকে শুরু করে ডালাসে জন এফ কেনেডিকে গুলি করা – যুগে যুগে মোড় ঘুরানো ঘটনার জন্ম হয়েছে আততায়ীদের হাতে। তাদের পরিচয় কখনো জানা গেছে, কখনোবা তারা রয়ে গেছে পর্দার আড়ালের কুশীলব হয়েই। কখনো আবার উচ্চপদস্থদের নির্দেশে বিনা বিচারে হত্যাও করা হয়েছে কাউকে।

আততায়ীদের হত্যাপদ্ধতিও যুগের সাথে তাল মিলিয়ে বদলেছে। প্রাচীন যুগে যেখানে হত্যা করা হতো বিষপানে কিংবা তরবারির আঘাতে, এখন তার জায়গা নিয়েছে স্নাইপার রাইফেল কিংবা দূরনিয়ন্ত্রিত বোমা। আর শুধু রাজনৈতিক বা মতাদর্শগত কারণেই নয়, মানসিক ভারসাম্যহীন একজন অস্ত্রধারীর হাতেও নিহত হতে পারেন কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি।

আততায়ী ও আততায়ীদের শিকার ব্যক্তিদের নিয়ে আমাদের আজকের এই কুইজ।

প্যাট্রিস লুমুম্বা ছিলেন দেশটির প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। কিন্তু ক্ষমতায় আসার বারো সপ্তাহের মধ্যেই তাঁর সরকারকে উৎখাত করা হয়। পরবর্তীতে ফায়ারিং স্কোয়াডে তাঁকে হত্যা করা হয়। আমি কোন দেশের কথা বলছি?
সঠিক!
ভুল!

-

২১ জুলাই ১৯৭৩ তারিখে নরওয়েতে এক মরক্কানকে হত্যার দায়ে একটি গোয়েন্দা সংস্থার এজেন্টরা পরবর্তীতে ধরা পড়ে এবং জেল খাটে। গোয়েন্দা সংস্থাটির নাম কী?
সঠিক!
ভুল!

-

হলোকাস্টের অন্যতম পরিকল্পনাকারী এই নাৎসি কর্মকর্তা ২৭ মে ১৯৪২ তারিখে মিত্রশক্তির এক গেরিলা অপারেশনে আহত হয়ে এক সপ্তাহ পরে মারা যান। তিনি কে?
সঠিক!
ভুল!

-

"Sirhan Sirhan" নামের আততায়ীর হাতে নিহত হন এই মার্কিন সিনেটর - যখন তিনি ১৯৬৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের জন্যে প্রচারণা চালাচ্ছিলেন। তিনি কে?
সঠিক!
ভুল!

-

আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দকে হত্যা করা হয় কোন শহরে?
সঠিক!
ভুল!

-

১৯৮০ সালের ৮ ডিসেম্বর রাতে নিউ ইয়র্কে মার্ক ডেভিড চ্যাপম্যানের গুলিতে নিহত হন কোন সঙ্গীত তারকা?
সঠিক!
ভুল!

-

লেবাননের দুই মেয়াদের প্রধানমন্ত্রী রফিক হারিরিকে ২০০৫ সালে বোমা বিস্ফোরণে হত্যা করবার পিছনে কোন দেশের সংশ্লিষ্টতা সন্দেহ করা হয়?
সঠিক!
ভুল!

-

মহাত্মা গান্ধীর হত্যাকারীর নাম কী ছিলো?
সঠিক!
ভুল!

-

স্টালিনের নির্দেশে লিওন ট্রটস্কিকে যখন হত্যা করা হয়, তখন তিনি কোন দেশে নির্বাসিত ছিলেন?
সঠিক!
ভুল!

-

উগ্র ডানপন্থী ইসরায়েলি ইয়িগাল আমিরের হাতে নিহত হন কোন ব্যক্তি?
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

আততায়ী কুইজ: গুপ্তহত্যা যুগে যুগে I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Turjya

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগের ছাত্র। স্কুলে কিউসিএল গ্রানাইট টিমের হয়ে ও কলেজ জীবনে এনডিসি ব্লু ও এনডিসি গোল্ডের কুইজার ছিলাম। সবসময় নতুন নতুন জিনিস পড়তে মজা লাগে – তা সে যে বিষয়ই হোক না কেন। বই পড়ার শখটা তাই অভ্যাসে পরিণত হয়েছে। ইতিহাসের প্রতি আলাদা দুর্বলতা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Game of Thrones: সাত রাজ্যের কুইজ - কুইজার্ডস

গেম অব থ্রোনস: সাত রাজ্যের কুইজ

জোয়াকিম লো: ফুটবল ম্যানেজার কুইজ - কুইজার্ডস

ফুটবল ম্যানেজার কুইজ