কমিক বইয়ের বহু চরিত্রের ক্ষেত্রে যে মিলটি সবচেয়ে বেশি দেখা যায় তা হলো – তারা তাদের অতিমানবিক বা অমানবিক দিকটি ছদ্মবেশের আড়ালে ঢেকে রাখেন। এর পেছনে রয়েছে ভিন্ন ভিন্ন কারণ। নিজেদের আসল পরিচয়ের বাইরের আলাদা সত্ত্বা পরিচিত অল্টার ইগো নামে।
অল্টার ইগো: আসল – নকল
– সুপারম্যান মানুষের মাঝে বিনা বাধায় বিচরণ করার জন্য ক্লার্ক কেন্ট নামের এক ব্যক্তির বেশ ধারণ করেন।
– ব্রুস ওয়েইন তার প্রিয় গথাম শহর রক্ষায় রাতের আঁধারে বেরিয়ে পড়েন ব্যাটম্যানের মুখোশ পড়ে।
– অপরাধ জগতে আসার আগে সুপারভিলেন জোকার ছিল এক ব্যর্থ কৌতুক অভিনেতা। সে কথা মনে রাখবার জন্যই সে “জোকার” পরিচয়ের আড়ালে লুকিয়ে রাখে নিজেকে।
উপরের সবাই ডিসি (DC) কমিকসের চরিত্র। বিস্তারিত জানতে চাইলে যেতে পারেন এখানে।
আজকের কমিকস কুইজ বিখ্যাত-কুখ্যাত দশটি চরিত্রকে নিয়ে। জানতে চাওয়া হয়েছে তাদের আসল নাম, তাদের অল্টার ইগো বা যে নামে তারা কমিকসের জগতে সাধারণ মানুষের বেশে ঘুরে বেড়ায়, অথবা অপরাধী হিসেবে আত্মপ্রকাশ করার আগে যে নামে পরিচিত ছিলো। আপনার সুবিধার্থে যোগ করা হয়েছে চরিত্রগুলোর পাবলিশার/লেখকের নাম।