মাত্র চৌদ্দ বছর বয়সে ২০০ মিটার ব্যাকস্ট্রোকে অলিম্পিক স্বর্ণপদক জিতেছিলেন এ সাঁতারু। প্রথম নারী হিসাবে সাঁতারের একক ইভেন্টে পাঁচ স্বর্ণপদক জয়ের রেকর্ড রয়েছে তাঁর। তিনি কে?
সঠিক!
ভুল!
-
রোমানিয়ান অলিম্পিয়ান নাদিয়া কোমানেচি ১৯৭৬ মন্ট্রিল অলিম্পিকে একটি বিশেষ শাখার খেলায় প্রথম নারী হিসাবে "Perfect 10" স্কোর করেছিলেন। কোন শাখার কথা বলা হচ্ছে?
সঠিক!
ভুল!
-
অলিম্পিক ইতিহাসের অন্যতম সেরা জিমন্যাস্ট _____ ইনজুরি সত্ত্বেও তাঁর প্রথম স্বর্ণপদক জেতেন ১৯৬৮ সালের মেক্সিকো আসরে। পরের আরো দুই আসর মিলিয়ে জিতে নেন মোট ১৩টি পদক, যার মধ্যে ৮টি সোনা।
সঠিক!
ভুল!
-
সময়ের হিসাবে ১০০ মিটার দৌড়ে উসাইন বোল্ট নিজের সেরা অলিম্পিক পারফরম্যান্স করেছিলেন ২০১২ লন্ডন অলিম্পিকে। কত সময় নিয়েছিলেন তিনি?
সঠিক!
ভুল!
-
১৯৩৬ বার্লিন অলিম্পিক ইতিহাসে বিশেষ স্থান পেয়েছে আর্য আধিপত্যে বিশ্বাসী জার্মান শাসক হিটলারের কারণে। কিন্তু ১০০ মিটার, ২০০ মিটার, লং জাম্প ও ৪x১০০ মিটার রিলের সোনা জিতে সে ধারণাকে ভুল প্রমাণ করেন অ্যাথলেট _____। এক অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তাঁর এ রেকর্ড টিকে ছিলো আরো ৪৮ বছর।
সঠিক!
ভুল!
-
অলিম্পিক ক্যারিয়ারে নয় স্বর্ণপদক ও তিন রৌপ্যপদক আছে সর্বকালের অন্যতম সেরা এ অ্যাথলেটের। ১৯২৪ সালের প্যারিস আসরে প্রথম অ্যাথলেট হিসাবে তিনি পাঁচটি সোনা জিতেছিলেন। ফিনিশ এ দৌড়বিদ হলেন -
সঠিক!
ভুল!
-
ছয় অলিম্পিকে (১৯৮০ মস্কো - ২০০৪ এথেন্স) আট স্বর্ণপদক ও চার রৌপ্যপদক জিতেছেন জার্মানির বিরগিট ফিশার। তিনি যে খেলার অন্যতম সেরা খেলোয়াড় হিসাবে বিবেচিত হন, তা অবশ্য আমাদের দেশে তেমন পরিচিত নয়। কোন খেলা?
সঠিক!
ভুল!
-
কার্ল লুইসকে সর্বকালের অন্যতম সেরা অ্যাথলেট হিসাবে মনে করা হয়। তাঁর দশ অলিম্পিক পদকের মধ্যে নয়টিই সোনা। পরপর চার অলিম্পিকে একই ইভেন্টে স্বর্ণপদক জেতা দ্বিতীয় খেলোয়াড় তিনি। ইভেন্টের নাম -
সঠিক!
ভুল!
-
১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে প্রথমবারের মতো ৭টি ইভেন্টে বিশ্বরেকর্ডসহ স্বর্ণপদক জিতেছিলেন মার্কিন সাঁতারু _____।
সঠিক!
ভুল!
-
১৯৫৬ মেলবোর্ন-স্টকহোম অলিম্পিক, ১৯৬০ রোম অলিম্পিক ও ১৯৬৪ টোকিও অলিম্পিক - এ তিন আসরে রেকর্ডসংখ্যক পদক জিতেছিলেন রাশিয়ান জিমন্যাস্ট ল্যারিসা লাতিনিনা। কয়টি পদক? উল্লেখ্য যে, পরবর্তীতে মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস চার আসরে ২৮টি পদক জিতে এ রেকর্ড ভেঙে দেন।
সঠিক!
ভুল!
-