প্রাচীনকাল থেকেই মানুষ সময়ে সময়ে লিপ্ত হয়েছে ক্ষমতার প্রতিযোগিতায়। উনবিংশ শতাব্দী থেকে রাষ্ট্রব্যবস্থায় প্রশিক্ষিত সেনাবাহিনীর অন্তর্ভুক্তির পর থেকে এই ক্ষমতার প্রতিযোগিতায় যুক্ত হয়েছে সশস্ত্র বাহিনীও।
গত প্রায় একশত বছরে বিশ্বের বিভিন্ন প্রান্ত, বিশেষত আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সামরিক অভ্যুত্থান হয়ে ওঠে নিয়মিত ঘটনা। ক্ষমতা দখল ও ক্ষমতা সুসংহত করার এই লড়াইয়ে কত মানুষকে প্রাণ দিতে হয়েছে, কিংবা গুম হয়ে যেতে হয়েছে, তার কোন সঠিক হিসাবও পাওয়া যায় না।
স্মরণকালে বিভিন্ন দেশে ঘটে যাওয়া সামরিক অভ্যুত্থানসমূহ ও স্বৈরশাসকদের নিয়েই কুইজার্ডসের দেশে দেশে অভ্যুত্থান কুইজটি।
![](https://www.quizards.co/wp-content/plugins/wp-viral-quiz/views/img/big-loader.gif)