সাতই মার্চ, ১৯৭১ সাল। স্থান ঢাকার রমনা রেসকোর্স ময়দান। এখানে সমবেত বিশাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর আহ্বানে সেদিন অনুপ্রাণিত হয়েছিলেন লাখো মানুষ। তৎকালীন পশ্চিম পাকিস্তানি সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সে ঘোষণা ছিলো অতুলনীয় এক প্রতিবাদ। তবে এ ভাষণে ধ্বনিত প্রত্যয় একাত্তরের গণ্ডি ছাড়িয়ে মিশে গেছে স্বাধীন বাংলাদেশের জাতীয় জীবনে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় সাতই মার্চের ভাষণ নিয়ে থাকছে এবারের ইনফোগ্রাফিক।
- ছবিটি সরাসরি ডাউনলোড করুন নিচ থেকে।
- মোবাইল ডিভাইস থেকে ছবিতে দেয়া তথ্যগুলো পড়তে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে এখানে যান।
সাত তথ্যে সাতই মার্চ
[ddownload id=”15812″ class=”button” text=”ডাউনলোড”]
আমরা চেষ্টা করেছি ইনফোগ্রাফিকের তথ্যে কোন ভুল না রাখতে। এরপরও কোন ভুল ধরা পড়লে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো। চাইলে ফেসবুকেও মেসেজ দিতে পারেন।
ডাউনলোডের জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা একই ধরনের আরো কন্টেন্ট প্রকাশ করবো।