১৬ ডিসেম্বর আমাদের দেশের ইতিহাসে বিশেষ এক দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটেছিলো। লক্ষ প্রাণের বিনিময়ে এসেছিলো বিজয়। মহান এ বিজয়কে সম্মান জানাতে আমরা আগামী ১৫ ডিসেম্বর ২০১৭ তারিখে আয়োজন করতে যাচ্ছি ‘লাল-সবুজের বিজয় দিবস’ কুইজ। কুইজটি হচ্ছে ইউনিভার্সিটি সেলাঙ্গর বাংলাদেশের সৌজন্যে। উল্লেখ্য যে, এটি মালয়েশিয়ার ইউনিভার্সিটি সেলাঙ্গরের বাংলাদেশ শাখা। দেশে থেকেই শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা ও ডিগ্রি পাবার সুযোগ তৈরি করতে এর যাত্রা শুরু।
এক নজরে ‘UNISEL presents লাল-সবুজের বিজয় দিবস’ কুইজ
কুইজের সময়ঃ ১৫ ডিসেম্বর ২০১৭ (শুক্রবার), দুপুর ২:৩০ – বিকাল ৫:৩০।
যাদের জন্যঃ কুইজটি স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
রেজিস্ট্রেশন ফিঃ কোন ফি নেই। শুধু রেজিস্ট্রেশন করেই অংশগ্রহণ করা যাবে।
রেজিস্ট্রেশন লিংকঃ এ কুইজের রেজিস্ট্রেশনের সময় উত্তীর্ণ হয়ে গেছে।
আমাদের ফেসবুক পেইজ ও ইভেন্ট পেইজ থেকে ইভেন্টের ব্যাপারে সরাসরি আপডেট পাবেন।
কুইজের ধরনঃ একক প্রতিযোগিতা। কয়েকজন কুইজমাস্টার বিভিন্ন রাউন্ডের মাধ্যমে কুইজটি পরিচালনা করবেন। অংশগ্রহণকারীরা নির্দিষ্ট উত্তরপত্রে উত্তর লিখে নির্ধারিত সময়ের মধ্যে জমা দেবে। সেখান থেকে পয়েন্টের ভিত্তিতে চ্যাম্পিয়ন, প্রথম রানার-আপ, দ্বিতীয় রানার-আপ ও বিশেষ সম্মাননা পুরস্কার ঘোষণা করা হবে।
কুইজের বিষয়ঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
কুইজের পুরস্কারঃ
চ্যাম্পিয়নের জন্য থাকছে একটি ট্যাবলেট কম্পিউটার।
প্রথম ও দ্বিতীয় রানার-আপ পাবে একটি করে পোর্টেবল হার্ডডিস্ক ড্রাইভ (ভিন্ন সাইজের)।
বিশেষ সম্মাননা প্রাপ্ত সাতজনের জন্য থাকছে একটি করে পেনড্রাইভ।
এছাড়া প্রত্যেক বিজয়ী পাবে একটি করে সার্টিফিকেট ও ‘একাত্তরের চিঠি’ বইয়ের এক কপি।
যোগাযোগের নাম্বারঃ ০১৬৭৫-৯৫৩-৫৮৩ (01675-953-583)।
ভেন্যুঃ ইউনিভার্সিটি সেলাঙ্গর বাংলাদেশ ক্যাম্পাস, ২৬ কামাল আতার্তুক অ্যাভিনিউ, বনানী, ঢাকা, বাংলাদেশ।