বিংশ শতাব্দীর শুরুর দিকে ইসলাম ধর্মকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সুন্নী মতাদর্শের অনুসারীদের একটি অংশ তৎকালীন ভারতবর্ষে তাবলিগ জামাত আন্দোলনের সূচনা ঘটায়। এ আন্দোলনের সাথে যুক্ত মানুষদের বৈশ্বিক সম্মেলনের নামই বিশ্ব ইজতেমা। উল্লেখ্য যে, ইজতেমা আরবি ভাষার শব্দ। এর অর্থ সম্মেলন।
বিশ্বের মুসলমানদের দ্বিতীয় বৃহৎ সম্মেলন হিসেবে পরিগণিত বিশ্ব ইজতেমা বাংলাদেশ স্বাধীন হবারও আগ থেকে রাজধানী ঢাকা সংলগ্ন তুরাগ নদীর তীরে টঙ্গিতে আয়োজিত হয়ে আসছে।
কুইজার্ডসের এবারের ইনফোগ্রাফিকটি বিশ্ব ইজতেমা নিয়ে।
- ছবিটি সরাসরি ডাউনলোড করুন নিচ থেকে।
- মোবাইল ডিভাইস থেকে ছবিতে দেয়া তথ্যগুলো পড়তে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে এখানে যান।
বিশ্ব ইজতেমা ইনফোগ্রাফিক
[ddownload id=”15517″ class=”button” text=”ডাউনলোড”]
আমরা চেষ্টা করেছি ইনফোগ্রাফিকের তথ্যে কোন ভুল না রাখতে। এরপরও কোন ভুল ধরা পড়লে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো। চাইলে ফেসবুকেও মেসেজ দিতে পারেন।
ডাউনলোডের জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা একই ধরনের আরো কন্টেন্ট প্রকাশ করবো।