জাতিসংঘের বিশেষায়িত সংস্থাগুলোর মধ্যে বিশ্বব্যাংক (World Bank) একটি। বিশ্বের সবচেয়ে বড় এ উন্নয়ন প্রতিষ্ঠান দারিদ্র্য বিমোচন ও সম্মিলিত সমৃদ্ধি অর্জনের উদ্দেশ্য নিয়ে কাজ করে থাকে। নীতি নির্ধারণী সংক্রান্ত পরামর্শ থেকে শুরু করে প্রযুক্তিগত সহায়তা – নানা ক্ষেত্রে স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোতে প্রতিষ্ঠানটির কার্যক্রম বেশি দেখা যায়। আজকের ইনফোগ্রাফিকে আমরা এক নজরে জেনে নেবো বিশ্বব্যাংক সম্পর্কে।
- ছবিটি সরাসরি ডাউনলোড করুন নিচ থেকে।
- মোবাইল ডিভাইস থেকে ছবিতে দেয়া তথ্যগুলো পড়তে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে এখানে যান।
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা সিরিজ: বিশ্বব্যাংক
প্রথম অংশ
বিশ্বব্যাংক মূলত পাঁচটি সংস্থার একটি সম্মেলন
1944: International Bank for Reconstruction and Development (IBRD)
1960: International Development Association (IDA)
1956: International Finance Corporation (IFC)
1988: Multilateral Investment Guarantee Agency (MIGA)
1966: International Centre for Settlement of Investment Disputes (ICSID)
দ্বিতীয় অংশ
– ব্রিটন উডস সম্মেলনের মাধ্যমে আইবিআরডি নামে জন্ম নেয় জাতিসংঘের এই বিশেষায়িত সংস্থাটি
– দরিদ্র দেশসমূহে সুদবিহীন ঋণ দেয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় আইডিএ
তৃতীয় অংশ
বর্তমান সভাপতি: জিম ইয়ং কিম
দায়িত্ব গ্রহণ: ১ জুলাই, ২০১২
চতুর্থ অংশ
সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র
বিশ্বব্যাংক ইনফোগ্রাফিক: জাতিসংঘের বিশেষায়িত সংস্থা সিরিজ
[ddownload id=”14193″ class=”button” text=”ডাউনলোড”]
আমরা চেষ্টা করেছি ইনফোগ্রাফিকের তথ্যে কোন ভুল না রাখতে। এরপরও কোন ভুল ধরা পড়লে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো। চাইলে ফেসবুকেও মেসেজ দিতে পারেন।
ডাউনলোডের জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা একই ধরনের আরো কন্টেন্ট প্রকাশ করবো।