in

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কুইজ

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কুইজ - কুইজার্ডস

বিশ্বকাপ ফুটবল। চার বছর পরপর অনুষ্ঠিত হওয়া ‘The Greatest Show on Earth’ আক্ষরিক অর্থে যে সার্বজনীন আবেগ তৈরি করে, তা অন্য কোন খেলায় দেখা যায় না। ফুটবল যেহেতু গোলের খেলা, সেহেতু ফিফা বিশ্বকাপের অন্যতম মূল আকর্ষণ থাকেন গোলদাতারা। গোলসংখ্যা দিয়ে একজন ফুটবলারের দক্ষতা ও সাফল্য সম্পূর্ণরূপে বিবেচনা করা যায় না। এরপরও গোলের পরিসংখ্যান পুরোপুরি অস্বীকার করা যায় না। গোলসংখ্যা মানুষের নজর কাড়তে যথেষ্ট সাহায্য করে। ১৯৩০ থেকে ২০১৪ সালের মধ্যে অনুষ্ঠিত ২০টি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতারা তাই বিশ্বকাপ বিষয়ক আলোচনাতে স্থান পান প্রায় সময়ই। এদের মধ্যে কেউ নিজের সেরাটুকু শুধু বিশ্বকাপেই দেখাতে পেরেছেন, আবার কেউ বিশ্বকাপের বাইরেও নিজেকে চিনিয়েছেন। তবে তাঁদের খেলায়াড়ি কৃতিত্বকে কেউ অস্বীকার করতে পারবেন না।

আমাদের এবারের কুইজ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা নিয়ে। এ কুইজের অধিকাংশ ফুটবলারই বিখ্যাত। কাজেই তাঁদের নাম না জানার কোন কারণ নেই।

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা: সর্বকালের ৩

মিরোস্লাভ ক্লোসা: সেন্টার ফরোয়ার্ডে খেলা জার্মানির এ খেলোয়াড় ২৪টি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন। ১৬টি গোল করে তিনিই তালিকার শীর্ষে।

রোনালদো: ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম কিংবদন্তি রোনালদো বিশ্বকাপ ম্যাচ খেলেছেন ১৯টি। ১৫টি গোল রয়েছে তাঁর অর্জনের খাতায়।

জার্ড মুলার: সর্বকালের সেরা গোলদাতাদের একজন জার্মান নায়ক জার্ড মুলার ১৩টি বিশ্বকাপ ম্যাচে তুলে নিয়েছেন ১৪টি গোল।

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ৫০ গোলদাতার তালিকা দেখতে হলে যেতে পারেন ওয়ার্ল্ড ফুটবল ডট নেট ওয়েবসাইটে

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কুইজ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by D. Dewan

নতুন কিছু জানতে পছন্দ করি।

লন্ডন: রাজধানী বিষয়ক কুইজ ২ - কুইজার্ডস

রাজধানী কুইজ: দ্বিতীয় পর্ব

দি স্কুল অব অ্যাথেন্স: বিখ্যাত ছবি - কুইজার্ডস

বিখ্যাত ছবি কুইজ: প্রথম পর্ব