“International Day of the Francophonie” উপলক্ষে ১৬ মার্চ ২০১৭ তারিখে অলিয়ঁস ফ্রঁসেজের সহযোগিতায় ফ্রাঙ্কোফোনি কুইজ আয়োজন করতে যাচ্ছে কুইজার্ডস। কুইজের বিষয়বস্তু হিসাবে থাকছে সাত দেশের সাহিত্য ও সংস্কৃতি।
দেশগুলো হলোঃ
- ফ্রান্স
- সুইজারল্যান্ড
- কানাডা
- ভিয়েতনাম
- মরক্কো
- মিশর
- কাতার
কুইজ হবে সবার জন্য উন্মুক্ত। বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত যেকোন শিক্ষার্থী অংশ নিতে পারবে এতে।
রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ ১৫ মার্চ ২০১৭ (বুধবার)।
দলের সংখ্যাঃ প্রতিটি দলে থাকবে ৩ জন সদস্য। সদস্যদের শিক্ষা প্রতিষ্ঠান আলাদা হলেও গ্রহণযোগ্য। অর্থাৎ এক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অন্য প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীর সাথে দল গঠন করতে পারবে।
রেজিস্ট্রেশনের ভিত্তিতে সর্বোচ্চ ২২টি দলকে অংশগ্রহণ করতে দেয়া হবে।
রেজিস্ট্রেশন ফিঃ ৪৫০ টাকা/দল। রেজিস্ট্রেশন ফি সংগ্রহ করা হবে বিকাশের মাধ্যমে। এক্ষেত্রে সমস্যা হলে কুইজের দিন সরাসরি ফি জমা দিতে পারবেন।
বিকাশ নাম্বারঃ ০১৬৭৫-৯৫৩-৫৮৩ (01675953583)।
বিঃদ্রঃ বিকাশ এজেন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পাঠানো হলে এজেন্টের নাম্বারের সর্বশেষ চার (০৪) ডিজিট ও আপনাদের দলের নাম আমাদেরকে এস.এম.এস./ফেসবুক মেসেজের মাধ্যমে পাঠান। নিজস্ব বিকাশ নাম্বার থেকে রেজিস্ট্রেশন ফি পাঠানো হলে শুধু দলের নাম পাঠালেই চলবে।
কুইজের ধরনঃ মিক্সড। কয়েকজন কুইজমাস্টার বিভিন্ন রাউন্ডের মাধ্যমে কুইজটি পরিচালনা করবেন। অংশগ্রহণকারীরা নির্দিষ্ট উত্তরপত্রে উত্তর লিখে নির্ধারিত সময়ের মধ্যে জমা দেবে। সেখান থেকে পয়েন্টের ভিত্তিতে চ্যাম্পিয়ন, প্রথম রানার-আপ, দ্বিতীয় রানার-আপ ও চতুর্থ দল ঘোষণা করা হবে।
কুইজের পুরস্কারঃ চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের জন্য থাকছে প্রাইজমানির ব্যবস্থা। এছাড়া অলিয়ঁস ফ্রঁসেজের পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেয়া হবে তৃতীয় ও চতুর্থ দলের জন্য।
কুইজে অংশগ্রহণকারী সবার জন্য সার্টিফিকেটের ব্যবস্থা থাকবে।
কুইজের সময়ঃ ১৬ মার্চ ২০১৭, দুপুর ২:৩০ – সন্ধ্যা ৬:৩০।
ভেন্যুঃ অলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা, ২৬ মিরপুর রোড (রোড নংঃ ৩), ধানমন্ডি, ঢাকা ১২০৫।