আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স (এবি ডি ভিলিয়ার্স) ক্রিকেট বিশ্বে পরিচিত সুপারম্যান বা মিস্টার ৩৬০ নামেই। মাঠের প্রতিটি কোণে সমান দক্ষতায় উইলোতে ঝড় তোলার জন্যই এ নাম। ক্যারিয়ারজুড়ে অদ্ভুত সব উদ্ভাবনী শট খেলে ক্রিকেট দুনিয়াকে তাক লাগিয়ে রাখা এ ক্রিকেটার দৃষ্টিনন্দন ছিলেন ফিল্ডিং ও উইকেটরক্ষণেও। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এ ব্যাটসম্যানকে নিঃসন্দেহে বর্তমানে জনপ্রিয়তম খেলোয়াড়দের একজন হিসাবে বিবেচনা করা যায়।
২০০৪ সালে অভিষেকের পর টেস্ট, ওয়ানডে, টি২০ সব ক্রিকেটেই মাতিয়ে রেখেছিলেন প্রোটিয়া তারকা ভিলিয়ার্স। তিনি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের দ্রুততম শতকের মালিক। আইসিসি অ্যাওয়ার্ডসে তিনবার (২০১০, ২০১৪ ও ২০১৫ সালে) বগলদাবা করেছেন ওয়ানডের বর্ষসেরা খেতাব। গত ২৩ মে আন্তর্জাতিক ক্রিকেটকে হঠাৎ করেই বিদায় বলে দেওয়া ৩৪ বছরের এ কিংবদন্তির সম্মানে থাকছে কুইজার্ডসের ইনফোগ্রাফিক।
- ছবিটি সরাসরি ডাউনলোড করুন নিচ থেকে।
- মোবাইল ডিভাইস থেকে ছবিতে দেয়া তথ্যগুলো পড়তে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে এখানে যান।
ডি ভিলিয়ার্স ইনফোগ্রাফিক: ডাউনলোড
[ddownload id=”16219″ class=”button” text=”ডাউনলোড”]
আমরা চেষ্টা করেছি ইনফোগ্রাফিকের তথ্যে কোন ভুল না রাখতে। এরপরও কোন ভুল ধরা পড়লে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো। চাইলে ফেসবুকেও মেসেজ দিতে পারেন।
ডাউনলোডের জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা একই ধরনের আরো কন্টেন্ট প্রকাশ করবো।