গত ৭ জুন জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এবারের বাজেটের আকার গত অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৬৪ হাজার ৩০৭ কোটি টাকা বেশি। বিদ্যুৎ খাতে বেশি গুরুত্ব পাওয়া এ বাজেট স্বাধীনতার ৪৭ বছরে সবচেয়ে বড়। ব্যক্তিগতভাবে এটি অর্থমন্ত্রীর ১২তম ও টানা দশম বাজেট প্রস্তাবনা। এবারের বাজেটের শিরোনাম – ‘সমৃদ্ধ আগামী পথযাত্রায় বাংলাদেশ’। এবারের ইনফোগ্রাফিকে জাতীয় বাজেট ২০১৮-১৯ সম্পর্কে এক নজরে জেনে নেবো আমরা।
- ছবিটি সরাসরি ডাউনলোড করুন নিচ থেকে।
- মোবাইল ডিভাইস থেকে ছবিতে দেয়া তথ্যগুলো পড়তে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে এখানে যান।
জাতীয় বাজেট ২০১৮-১৯ ইনফোগ্রাফিক: ডাউনলোড
[ddownload id=”16282″ class=”button” text=”ডাউনলোড”]
আমরা চেষ্টা করেছি ইনফোগ্রাফিকের তথ্যে কোন ভুল না রাখতে। এরপরও কোন ভুল ধরা পড়লে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো। চাইলে ফেসবুকেও মেসেজ দিতে পারেন।
ডাউনলোডের জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা একই ধরনের আরো কন্টেন্ট প্রকাশ করবো।