in ,

গেম অব থ্রোনস কুইজ: দ্বিতীয় পর্ব

গেম অব থ্রোনস কুইজ: দ্বিতীয় পর্ব - কুইজার্ডস

Game of Thrones – নতুন করে একে পরিচয় করিয়ে দেবার কোন প্রয়োজন নেই আসলে। বহুল আলোচিত ও জনপ্রিয় এ টেলিভিশন সিরিজ দর্শকদের মধ্যে যেভাবে জায়গা করে নিয়েছে, তা যেকোন সিরিজের জন্য ঈর্ষণীয়। ঘটনা ও চরিত্রবহুল সিরিজটির পাঁচটি সিজন (Season) ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এর আগে আমরা গেম অব থ্রোনস নিয়ে একটি কুইজ প্রকাশ করেছিলাম। আজ থাকছে এর দ্বিতীয় পর্ব।

কুইজ - কুইজার্ডস

গেম অব থ্রোনস: ৫ অপ্রয়োজনীয় তথ্য

– উইন্টারফেল পরিবারের আরিয়া স্টার্ক (Arya Stark) চরিত্রে অভিনয় করেন মেইজি উইলিয়ামস। এটাই তাঁর ক্যারিয়ারের প্রথম চরিত্র!

– যাযাবর জাতি দোথ্রাকির বাস্তব কোন অস্তিত্ব নেই। খুব সাধারণ তথ্য এটা। কিন্তু মজার ব্যাপার হলো, শুধু এ সিরিজের প্রয়োজনে তাদের ভাষা সৃষ্টি করা হয়েছে। এ ভাষায় প্রায় ৩০০০ শব্দও রয়েছে!

– ড্রাগনকন্যা ডেনেরিস টারগেরিয়ানের চুলের রং অবশ্যই ফ্যাকাশে হলদে নয়। অভিনয়ের জন্য চুলে রং করেন না তিনি। বরং পরচুলা ব্যবহার করেন।

– সিরিজের বিখ্যাত ওয়ালের (The Wall) ধারণা নেয়া হয়েছে নর্দার্ন ইংল্যান্ডে অবস্থিত হেইড্রিয়ানস ওয়াল (Hadrian’s Wall) থেকে।

– মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সরকারি সংস্থার (US Government Social Security Administration) তথ্য অনুযায়ী বাচ্চাদের নামকরণের ক্ষেত্রে ২০১৪ সালে জনপ্রিয়তার তালিকায় ৭৫৫ নং অবস্থানে ছিলো খালিসি (Khaleesi) নামটি!

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

গেম অব থ্রোনস কুইজ: দ্বিতীয় পর্ব I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Minhaz Chowdhury

এস ও এস হারম্যান মেইনার কলেজে পড়াশোনা করেছি। বিতর্ক ও কুইজ - আমার কাছে কৈশোরে আসা দুইটি ভালোবাসা, যা এখনো টিকে রয়েছে। কুইজিংয়ের প্রতি এ ভালোবাসা থেকেই জ্ঞানের ক্ষুদ্র পরিসর নিয়েও কুইজার্ডসের সাথে যুক্ত হওয়া।

নিউ হরাইজনস - কুইজার্ডস

নিউ হরাইজনস: প্লুটোকে জানার অভিযান

সেরা অভিনেতা: একাডেমি অ্যাওয়ার্ড (জন ওয়েইন) - কুইজার্ডস

অস্কারের সেরা অভিনেতা কুইজ