Game of Thrones – নতুন করে একে পরিচয় করিয়ে দেবার কোন প্রয়োজন নেই আসলে। বহুল আলোচিত ও জনপ্রিয় এ টেলিভিশন সিরিজ দর্শকদের মধ্যে যেভাবে জায়গা করে নিয়েছে, তা যেকোন সিরিজের জন্য ঈর্ষণীয়। ঘটনা ও চরিত্রবহুল সিরিজটির পাঁচটি সিজন (Season) ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এর আগে আমরা গেম অব থ্রোনস নিয়ে একটি কুইজ প্রকাশ করেছিলাম। আজ থাকছে এর দ্বিতীয় পর্ব।
গেম অব থ্রোনস: ৫ অপ্রয়োজনীয় তথ্য
– উইন্টারফেল পরিবারের আরিয়া স্টার্ক (Arya Stark) চরিত্রে অভিনয় করেন মেইজি উইলিয়ামস। এটাই তাঁর ক্যারিয়ারের প্রথম চরিত্র!
– যাযাবর জাতি দোথ্রাকির বাস্তব কোন অস্তিত্ব নেই। খুব সাধারণ তথ্য এটা। কিন্তু মজার ব্যাপার হলো, শুধু এ সিরিজের প্রয়োজনে তাদের ভাষা সৃষ্টি করা হয়েছে। এ ভাষায় প্রায় ৩০০০ শব্দও রয়েছে!
– ড্রাগনকন্যা ডেনেরিস টারগেরিয়ানের চুলের রং অবশ্যই ফ্যাকাশে হলদে নয়। অভিনয়ের জন্য চুলে রং করেন না তিনি। বরং পরচুলা ব্যবহার করেন।
– সিরিজের বিখ্যাত ওয়ালের (The Wall) ধারণা নেয়া হয়েছে নর্দার্ন ইংল্যান্ডে অবস্থিত হেইড্রিয়ানস ওয়াল (Hadrian’s Wall) থেকে।
– মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সরকারি সংস্থার (US Government Social Security Administration) তথ্য অনুযায়ী বাচ্চাদের নামকরণের ক্ষেত্রে ২০১৪ সালে জনপ্রিয়তার তালিকায় ৭৫৫ নং অবস্থানে ছিলো খালিসি (Khaleesi) নামটি!