in ,

ক্রীড়াজগতে বাংলাদেশি নারী

ক্রীড়াজগতে বাংলাদেশি নারী - কুইজার্ডস (Quizards)

বাংলাদেশি ক্রীড়াবিদদের নাম কাউকে জিজ্ঞেস করা হলে সবাই প্রথমে সাকিব, তামিম, জামাল ভূঁইয়া, সিদ্দিকুর রহমান ইত্যাদির নাম মুখে নেয়। কিন্তু আমাদের নারী ক্রীড়াবিদরাও কোন অংশে কম নয়। সাফল্যের ধারা বজায় রাখা এ অসাধারণ দলটির কয়েকজনকে নিয়ে আজকের এই আয়োজন।

জোবেরা রহমান লিনু

মাত্র আট বছর বয়সে টেবিল টেনিসে তাঁর হাতেখড়ি। ১৯৫৩ সালে রাঙ্গামাটিতে জন্মগ্রহণ করা এই নারীকে বাংলাদেশের শ্রেষ্ঠ টেবিল টেনিস খেলোয়াড় বললে ভুল হবে না। ১৯৭৭ ও ২০০০ সালে তিনি বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। ১৬ বার জাতীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা লাভ করে তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের স্থান নিশ্চিত করেছেন। এছাড়া ১৯৯৯ সালে তিনি টেবিল টেনিস ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পুরস্কার লাভ করেন।

সালমা খাতুন

২০১১ থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য খুলনার মেয়ে সালমা। তিনি বর্তমানে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক। ২০১৮ টি-টোয়েন্টি নারী এশিয়া কাপ বিজয়ের নেতৃত্বের নেপথ্যে ছিলেন তিনি। ২০১০ গুয়াংজু এশিয়ান গেমসের রৌপ্য পদক বিজয়ী দলের সদস্য ছিলেন তিনি। বর্তমান নারী ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার হিসেবে তিনি বেশ নাম কুড়িয়েছেন।

কৃষ্ণা রানী সরকার

বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের বর্তমান অধিনায়ক কৃষ্ণা রানী সরকার। টাংগাইলের সুতি ভি.এম. পাইলট মডেল হাইস্কুলের ছাত্রী কৃষ্ণা রানী এএফসি ২০১৫ অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক (দক্ষিণ ও মধ্যাঞ্চল) চ্যাম্পিয়নশিপের বিজয়ী দলের সদস্য ছিলেন। ২০১৭ থাইল্যান্ড এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ৫ ম্যাচে ৮ গোল করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দলকে প্রতিযোগিতার মূলপর্বে যেতে সাহায্য করে।

মাহফুজা খাতুন

যশোরের মেয়ে মাহফুজা খাতুন শিলা বাংলাদেশের অন্যতম সফল সাঁতারু হিসেবে পরিচিত। অসংখ্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা বিজয়ী মাহফুজা সাঁতারে জীবনের প্রথম স্বর্ণপদক লাভ করে তৃতীয় শ্রেণিতে থাকতে। ২০১০ দক্ষিণ এশিয়ান গেমসের ৫০ ও ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রৌপ্যপদক ও ২০১৬ দক্ষিণ এশিয়ান গেমসে উভয় ইভেন্টেই স্বর্ণপদক লাভ করেন। তিনি ২০১০ ফিনা বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপসহ (২৫ মিটার) বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

Loading

USAID Logo - কুইজার্ডস (Quizards)

This article is made possible by the support of the American People through the United States Agency for International Development (USAID.) The contents of this article are the sole responsibility of the Quizards project and do not necessarily reflect the views of USAID or the United States Government.

What do you think?

Written by Quizards Desk

Happy Quizzing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নোবেল পুরস্কার প্রত্যাখ্যান ইনফোগ্রাফিক - কুইজার্ডস (Quizards)

নোবেল পুরস্কার প্রত্যাখ্যান ইনফোগ্রাফিক

মৈমনসিংহ গীতিকা ইনফোগ্রাফিক - কুইজার্ডস (Quizards)

মৈমনসিংহ গীতিকা ইনফোগ্রাফিক