বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা বহুল আলোচিত একটি বিষয়। মানুষের মতো কাজ করতে ও প্রতিক্রিয়া দেখাতে সক্ষম মেশিনকে কেন্দ্র করে কম্পিউটার বিজ্ঞানের এ শাখার উৎপত্তি। যদিও অনেক আগে থেকে যান্ত্রিক বুদ্ধিমত্তার সাধারণ কিছু ধারণা প্রচলিত ছিলো, বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সে ধারণাগুলোর উপর কাজের ক্ষেত্র তৈরি হয়। ১৯৫৬ সালে ডার্টমাউথ কলেজের একটি ওয়ার্কশপে “Artificial Intelligence” টার্মটি আনুষ্ঠানিক স্বীকৃতি পায়।
প্রথম দিকে বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারের আগ্রহ থাকলেও ঊনিশশো সত্তরের দশকে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ও শিল্পে বিনিয়োগ কমে আসে। এ সময়কে “AI Winter” নামে ডাকা হয়। আশির দশকে জাপান প্রচুর অর্থ খরচ করে বুদ্ধিমান প্রোগ্রামের পেছনে। কিন্তু নব্বই দশকের প্রথম কয়েক বছর পর্যন্ত সার্বিক অবস্থার খুব একটা উন্নতি হয় নি। ২০০০ সালের কাছাকাছি সময়ে কম্পিউটার প্রযুক্তির সম্প্রসারণের কারণে নতুনভাবে গতি পায় কৃত্রিম বুদ্ধিমত্তা। এরই ধারাবাহিকতায় বর্তমানে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তুমুল প্রতিযোগিতায় নেমেছে এ শিল্পে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য।
কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত কয়েকটি প্রোগ্রাম ও উদ্ভাবন নিয়ে দশটি প্রশ্ন থাকছে আজকের কুইজে।