আমরা কমবেশি সবাই উৎসব পছন্দ করি। আনন্দ পাবার জন্য কিংবা তাৎপর্যপূর্ণ কোন ঘটনা উদযাপনের উদ্দেশ্যে পৃথিবীর নানা দেশে বিভিন্ন উৎসবের উদ্ভব ঘটেছে। কিছু ক্ষেত্রে এদের কোন ভৌগোলিক সীমাবদ্ধতা থাকে না। যেমন, নববর্ষকে ঘিরে প্রায় সব জায়গায় কোন না কোন অনুষ্ঠান পালন করা হয়। অন্যদিকে সব দেশে একই সময়ে নতুন বছর উদযাপন করা হয় না। অবশ্য অংশগ্রহণের দিক থেকে ইংরেজি নববর্ষ এখনো সবার উপরে রয়েছে।
একটি উৎসবের মধ্য দিয়ে প্রতিফলিত হয় সে দেশের সংস্কৃতির বিভিন্ন দিক। স্পেনের লা তোমাতিনার কথা ধরা যাক। এ উৎসবে আনুমানিক দেড় লক্ষের মতো টমেটোকে রীতিমতো ভর্তা বানিয়ে ছোঁড়াছুড়ি করতে থাকে অংশগ্রহণকারীরা। টমেটো যুদ্ধই বলা যায় একে!
বিভিন্ন দেশের বিখ্যাত কিছু উৎসবের উপর আজকের কুইজ।
স্কোরের ছবি কৃতজ্ঞতা
১. হার্বিন বরফ উৎসব: Tracy Hunter/Flickr/CC BY SA 2.0
২. আলবুকার্কি বেলুন উৎসব, নিউ মেক্সিকো: John Fowler/Flickr/CC BY SA 2.0
৩. পহেলা বৈশাখ: Kazi Tahsin Agaz/Flickr/CC BY-SA 3.0