in ,

ইতিহাসের সেরা ব্যাটসম্যান কুইজ

Image Credit: The State Library of New South Wales/Australia

ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান কে বা কারা? এ প্রশ্নের নির্দিষ্ট কোন উত্তর নেই। পরিসংখ্যানের দিকে নজর দিলে অবশ্য একটা ধারণা পাওয়া যেতে পারে। খেলার ফরম্যাট অনুযায়ী সেরাদের তালিকা আলাদা হবার সম্ভাবনাও রয়েছে।

এ কুইজের জন্য নির্বাচিত ক্রিকেটারদের প্রত্যেকে নিজের সময়ে বিখ্যাত হয়েছেন চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে। এর মধ্যে সবাই বড় রেকর্ডের অধিকারী না হলেও কমবেশি ভালো ধারাবাহিকতা বজায় রেখেছেন ক্যারিয়ারে। টি-২০ নতুন ফরম্যাট হবার কারণে এ সম্পর্কিত পরিসংখ্যান বিবেচনায় আনা হয় নি। এছাড়া আমরা চেষ্টা করেছি ক্রিকেট খেলুড়ে প্রায় সব দেশ থেকে খেলোয়াড় রাখতে।

কুইজ - কুইজার্ডস

ইতিহাসের সেরা ব্যাটসম্যান: স্কোরের ছবি কৃতজ্ঞতা

ডন ব্রাডম্যান: The State Library of New South Wales/Australia
জ্যাক হবস ও সাটক্লিফ: The State Library of New South Wales/Australia
ব্রায়ান লারা: Paul Hudson/Flickr/CC BY 2.0

ইংল্যান্ডের ডানহাতি এ ব্যাটসম্যান সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করেন - ৪৬ বছর। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৯৭ সেঞ্চুরিসহ ৬১,২৩৭ রান (কিছু হিসাব অনুযায়ী, ৬১,৭৬০ রান ও ১৯৯ সেঞ্চুরি) রয়েছে তাঁর সংগ্রহে। পেশাদার ক্রিকেটারদের মধ্যে তিনিই প্রথম নাইটহুড পান, ১৯৫৩ সালে। কার কথা বলছি?
সঠিক!
ভুল!

-

২০০৩ সালে ৩৫ বছর বয়সে অবসর নেবার আগে একদিনের আন্তর্জাতিক ক্যারিয়ারে _____ ২৪৭ ম্যাচে ৩৯.২১ গড়ে ৮,৮২৪ রান করেন। ১৯৯৭ সালে চেন্নাই স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলা ১৯৪ রানের ইনিংসটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড হিসেবে টিকে ছিলো ২০০৯ সাল পর্যন্ত - প্রায় ১২ বছর।
সঠিক!
ভুল!

-

১৯৯৬ বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলে বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েন তিনি। রেকর্ডটি টিকে ছিলো ২০১৫ বিশ্বকাপের আগ পর্যন্ত। কোন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের কথা বলা হচ্ছে ?
সঠিক!
ভুল!

-

৯৩ টেস্টে ৫৭.৭৮ গড় ও ২৬ সেঞ্চুরি করা এ ক্রিকেট কিংবদন্তির ক্যারিয়ারে রয়েছে শুধু একটি ওয়ানডে ম্যাচ। ১৯৫৮ সালে মাত্র ২১ বছর বয়সে অপরাজিত ৩৬৫ রান করে তৎকালীন সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড (৩৬৪ - ইংল্যান্ডের লেন হাটন) ভেঙে দেন তিনি। তাঁর নাম -
সঠিক!
ভুল!

-

২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটে টানা চার ম্যাচে সেঞ্চুরি করে রেকর্ড করেন _____। টানা চার টেস্টে ১৫০+ রান করা প্রথম ব্যাটসম্যানও তিনি। ৪০৪ ওয়ানডে ম্যাচে ১৪,২৩৪ রান আর ১৩৪ টেস্টে ১২,৪০০ রান তাঁর উজ্জ্বল ক্যারিয়ারকেই তুলে ধরে।
সঠিক!
ভুল!

-

১৫৬ ম্যাচে ১১,১৭৪ রানের টেস্ট ক্যারিয়ার এ ক্রিকেটারের, যা ২০০৫ সাল পর্যন্ত বিশ্বরেকর্ড ছিলো। ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসাবে এক টেস্টের দুই ইনিংসেই কমপক্ষে ১৫০ রান করার কীর্তি গড়েছিলেন _____, ১৯৮০ সালে।
সঠিক!
ভুল!

-

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করা এ ব্যাটসম্যানের ওয়ানডে অভিষেক হয় ১৯৮৯ সালের ১৮ ডিসেম্বর, পাকিস্তানের বিপক্ষে। ইতিহাসের অন্যতম সেরা এ ব্যাটসম্যান হলেন -
সঠিক!
ভুল!

-

এ ক্রিকেট কিংবদন্তিকে চেনার জন্য একটি তথ্যই যথেষ্ট। টেস্ট ক্যারিয়ারের শেষ ইনিংসে ০ রানে আউট হবার কারণে তাঁর ব্যাটিং গড় ১০০ থেকে হয়ে যায় ৯৯.৯৪। তিনি -
সঠিক!
ভুল!

-

"The Prince of Port of Spain" নামে খ্যাত ত্রিনিদাদে জন্ম নেয়া বিখ্যাত এ ব্যাটসম্যানের দখলে আছে টেস্ট ক্রিকেটে একমাত্র ৪০০ রানের ইনিংস। ২০০৪ সালে অ্যান্টিগায় ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৪০০ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর নাম কী?
সঠিক!
ভুল!

-

১৯৯২ বিশ্বকাপে নিউ জিল্যান্ড দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। কিউই বোলিংয়ের সাথে যেমন স্যার রিচার্ড হ্যাডলির নাম উচ্চারিত হয়, তেমনি ব্যাটিংয়ের ক্ষেত্রে আসে তাঁর নাম। ৭৭ টেস্ট ম্যাচে ১৭ সেঞ্চুরি করা এ ব্যাটসম্যান হলেন -
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

ইতিহাসের সেরা ব্যাটসম্যান কুইজ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Rajin Makhdum Khan

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র। গান শুনতে ভালো লাগে। ভালো লাগে মুভি দেখতে। খেলাধুলা দেখতে পছন্দ করি, বিশেষ করে ক্রিকেট, ফুটবল আর টেনিস।

রাইট ভাইদের উড়োজাহাজ: উদ্ভাবন ও উদ্ভাবক - কুইজার্ডস (Quizards)

উদ্ভাবন ও উদ্ভাবক কুইজ

হযবরল কুইজ: তৃতীয় পর্ব - কুইজার্ডস

হযবরল কুইজ: তৃতীয় পর্ব