আমাদের দেশের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উজ্জ্বল এক নাম। স্বাধীন বাংলাদেশের স্থপতি তিনি। আগামী ১৫ আগস্ট তাঁর শাহাদাৎবার্ষিকী। এ উপলক্ষে কুইজার্ডসের একটি ক্ষুদ্র প্রয়াস “আমাদের বঙ্গবন্ধু” নামের অনলাইন কুইজ প্রতিযোগিতা। এর মাধ্যমে বাংলাদেশের জাতির জনকের জীবন, দর্শন ও দেশের প্রতি তাঁর অবদানের সাথে নতুনভাবে পরিচিত হবার একটা সুযোগ তৈরি হবে তরুণদের জন্য – এমনটাই আশা রাখি আমরা।
আগামী ১৫ আগস্ট থেকে ২৫ আগস্ট (সময় বাড়িয়ে ৩১ আগস্ট) পর্যন্ত মোট পাঁচ পর্বের অনলাইনভিত্তিক কুইজটি অনুষ্ঠিত হবে আমাদের ওয়েবসাইটে। ১৫ আগস্ট সকাল ১০টায় আমাদের প্রথম কুইজ লাইভ করা হবে। পরবর্তী প্রতিটা কুইজের লিংক এই পেইজে আপডেট করা হবে। সাথে আমাদের ফেসবুক পেইজ ও ইভেন্ট পেইজেও পাবেন গুরুত্বপূর্ণ আপডেট।
আপডেটঃ পাঁচটি পর্ব ইতোমধ্যে পোস্ট করা হয়েছে। নিচে লিংক দেয়া আছে।
এক নজরে “আমাদের বঙ্গবন্ধু” কুইজ
অংশগ্রহণের নিয়ম
- কুইজার্ডসে আসুন (www.quizards.co);
- “আমাদের বঙ্গবন্ধু” কুইজের পাতায় এসে অংশ নিন পাঁচটি কুইজে (১৫ আগস্ট থেকে ২৫ আগস্টের মধ্যে কুইজগুলো প্রকাশ করা হবে);
- প্রতিটি কুইজের শেষ দিকে আপনার নাম ও ইমেইল ঠিকানা জানতে চাওয়া হবে। নামের ক্ষেত্রে ফেসবুকে যে নাম ব্যবহার করেন, সে নামটি লিখুন। নাম ও ইমেইল ঠিকানা দেবার পরই স্কোর দেখাবে;
- প্রতিটি পর্বে অংশ নেয়ার পর নিজের অংশগ্রহণের বিষয়টি শেয়ার করুন ফেসবুকে পাবলিক পোস্টের মাধ্যমে। সাথে ব্যবহার করুন দুইটি হ্যাশট্যাগ – #AmaderBangabandhu #Quizards
- প্রতিটি কুইজ অসংখ্যবার খেলতে পারবেন।
পুরস্কার
পাঁচটি পর্ব মিলিয়ে যারা সর্বোচ্চ নাম্বার পাবেন, তাদের পাঁচজনকে দেয়া হবে বঙ্গবন্ধুর আত্মজীবনীসহ একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। পুরষ্কারের জন্যে প্রত্যেক প্রতিযোগীকে পাঁচটি পর্বেই অংশ নিতে হবে।
সর্বোচ্চ স্কোরধারীর সংখ্যা পাঁচজনের বেশি হলে সর্বসম্মুখে লটারির মাধ্যমে বিজয়ী ভাগ্যবান পাঁচজনকে পুরষ্কার দেয়া হবে।
পর্বগুলোর লিংক
– প্রথম পর্ব
– দ্বিতীয় পর্ব
– তৃতীয় পর্ব
– চতুর্থ পর্ব
– পঞ্চম পর্ব