“আততায়ী” শব্দটি ইতিহাসের সাথে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। সেই ছুরিকাহত জুলিয়াস সীজারের “Et tu, Brute?” (অনুবাদঃ ব্রুটাস, তুমিও?) থেকে শুরু করে ডালাসে জন এফ কেনেডিকে গুলি করা – যুগে যুগে মোড় ঘুরানো ঘটনার জন্ম হয়েছে আততায়ীদের হাতে। তাদের পরিচয় কখনো জানা গেছে, কখনোবা তারা রয়ে গেছে পর্দার আড়ালের কুশীলব হয়েই। কখনো আবার উচ্চপদস্থদের নির্দেশে বিনা বিচারে হত্যাও করা হয়েছে কাউকে।
আততায়ীদের হত্যাপদ্ধতিও যুগের সাথে তাল মিলিয়ে বদলেছে। প্রাচীন যুগে যেখানে হত্যা করা হতো বিষপানে কিংবা তরবারির আঘাতে, এখন তার জায়গা নিয়েছে স্নাইপার রাইফেল কিংবা দূরনিয়ন্ত্রিত বোমা। আর শুধু রাজনৈতিক বা মতাদর্শগত কারণেই নয়, মানসিক ভারসাম্যহীন একজন অস্ত্রধারীর হাতেও নিহত হতে পারেন কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি।
আততায়ী ও আততায়ীদের শিকার ব্যক্তিদের নিয়ে আমাদের আজকের এই কুইজ।