in

অস্কার কুইজ: প্রথম পর্ব

আমরা সবাই অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের কথা জানি। এ পুরস্কারের মান নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করলেও তা চলচ্চিত্র জগতে পুরস্কারটির মর্যাদা এতটুকু কমাতে পারে নি। প্রতি বছর এ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ করা যায় সব জায়গাতেই। নিজেদের প্রিয় ছবি, পরিচালক, অভিনেতা ও অভিনেত্রী একটা অস্কার অন্তত জিতুক- সবাই এটা কমবেশি চান। অবশ্য অন্য ক্যাটেগরি নিয়েও কম আলোচনা হয় না। বহুল আলোচিত এ পুরস্কারকে নিয়ে তাই কুইজার্ডস ডট কোর আজকের কুইজ।

দেখা যাক অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের খোঁজখবর আপনি কতটুকু রাখেন।

একই সাথে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রী ক্যাটেগরিতে অস্কার জিতে নেয়া প্রথম চলচ্চিত্র কোনটি?
সঠিক!
ভুল!

-

অভিনেতা মার্লোন ব্র্যান্ডো ১৯৭২ সালে ‘দ্য গডফাদার’ ছবিতে অভিনয় করে পেয়েছিলেন অস্কার পুরস্কার। কিন্তু এটিই তাঁর প্রথম অস্কার নয়। এর আগে কোন চলচ্চিত্রে অভিনয় করে তিনি প্রথম অস্কার জেতেন?
সঠিক!
ভুল!

-

নিচের পরিচালকদের মধ্যে কে 'সেরা পরিচালক' হিসাবে সবচেয়ে বেশি অস্কার জিতেছেন?
সঠিক!
ভুল!

-

কততম অস্কার বিতরণী অনুষ্ঠান প্রথমবারের মতো টেলিভিশনে সম্প্রচারিত হয়েছিলো?
সঠিক!
ভুল!

-

ইতিহাসে এখন পর্যন্ত একজনই অস্কার ও নোবেল পুরস্কার জয় করতে পেরেছেন। কার কথা বলা হচ্ছে?
সঠিক!
ভুল!

-

কোন চরিত্রে অভিনয়ের জন্য রাসেল ক্রো সেরা অভিনেতা ক্যাটাগরিতে অস্কার জেতেন?
সঠিক!
ভুল!

-

নিচের কোনটি প্রথম ব্রিটিশ চলচ্চিত্র হিসাবে সেরা চলচ্চিত্র ক্যাটেগরিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতেছিলো ১৯৪৯ সালে?
সঠিক!
ভুল!

-

অভিনেতাদের মধ্যে সবচেয়ে বেশি অস্কার নমিনেশন পাওয়া জ্যাক নিকলসন তিনবার অস্কার জয় করেছেন এ পর্যন্ত। এর মধ্যে একটি সেরা সহ-অভিনেতা ক্যাটাগরিতে। কোন চলচ্চিত্রে অভিনয়ের জন্য এটি পেয়েছিলেন তিনি?
সঠিক!
ভুল!

-

এখন (২০১৬) পর্যন্ত কয়টি চলচ্চিত্র সিরিজের সিক্যুয়েলগুলো অস্কার জিতেছে?
সঠিক!
ভুল!

-

একমাত্র নির্বাক চলচ্চিত্র হিসাবে অস্কার জেতা চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিলো ১৯২৭ সালে। কোন চলচ্চিত্র?
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

অস্কার হাতে: অ্যাকাডেমি অ্যাওয়ার্ড কুইজ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by D. Dewan

নতুন কিছু জানতে পছন্দ করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

টোকিও: জাপানের রাজধানী - কুইজার্ডস

রাজধানী কুইজ: প্রথম পর্ব

হানিবল লেকটার: সাহিত্যের বিখ্যাত চরিত্র - কুইজার্ডস

সাহিত্যের বিখ্যাত চরিত্র কুইজ