বিশ্ব রাজনীতিতে মধ্যপ্রাচ্য বরাবরই উত্তপ্ত এক নাম। ২০১৮ সালের জানুয়ারিতেও তার ব্যতিক্রম দেখা যায় নি। সিরিয়ার কুর্দি অধ্যুষিত এলাকা আফরিন প্রদেশে তুর্কি সেনাবাহিনী শুরু করে বিশেষ এক অভিযান। অপারেশন অলিভ ব্র্যাঞ্চ (Operation Olive Branch) নামের এ অভিযানকে কেন্দ্র করে নতুন করে ঘোলাটে হয়ে উঠেছে পরিস্থিতি।
আজকের ইনফোগ্রাফিকের মাধ্যমে আমরা জেনে নেবো অপারেশন অলিভ ব্র্যাঞ্চ নিয়ে।
- ছবিটি সরাসরি ডাউনলোড করুন নিচ থেকে।
- মোবাইল ডিভাইস থেকে ছবিতে দেয়া তথ্যগুলো পড়তে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে এখানে যান।
বিশেষ ছবি কৃতজ্ঞতা
ওয়াইপিজি বাহিনীর ছবি: Kurdishstruggle/Flickr/CC BY 2.0
কুর্দি আন্দোলনের ছবি: CC BY-SA 3.0
অপারেশন অলিভ ব্র্যাঞ্চ: আদ্যোপান্ত
[ddownload id=”15605″ class=”button” text=”ডাউনলোড”]
আমরা চেষ্টা করেছি ইনফোগ্রাফিকের তথ্যে কোন ভুল না রাখতে। এরপরও কোন ভুল ধরা পড়লে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো। চাইলে ফেসবুকেও মেসেজ দিতে পারেন।
ডাউনলোডের জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা একই ধরনের আরো কন্টেন্ট প্রকাশ করবো।