লোগো। যেকোন প্রতিষ্ঠানকে খুব সহজে পরিচয় করিয়ে দেবার জন্য এর ভূমিকা অনেক। চারপাশে একটু নজর দিলেই আমরা দেখতে পাই লোগোর ছড়াছড়ি। সব লোগো আমাদের মনে দাগ না কাটলেও কয়েকটির সাথে আমাদের পরিচিতি বেশি। যেমন: সার্চ ইঞ্জিন গুগলের বিখ্যাত লোগো। ইন্টারনেট ব্যবহার করা প্রত্যেক মানুষ এর দেখা পেয়েছেন!
বিভিন্ন লোগো দেখতে অভ্যস্ত হওয়ায় আমরা তাদের অর্থ নিয়ে খুব একটা মাথা ঘামাই না। এরপরও সব প্রতিষ্ঠান নিজেদের লোগোকে যতটা সম্ভব আকর্ষণীয় ও অর্থবহুল করতে চায়। তবে সবসময় যে তারা সফল হয়, তা নয়। জনপ্রিয় ব্র্যান্ড পেপসির কথাই ধরা যাক। এর নতুন লোগো তৈরি করার দায়িত্ব দেয়া হয়েছিলো নিউ ইয়র্কভিত্তিক আর্নেল গ্রুপকে। ১ মিলিয়ন ডলার খরচ করে শেষ পর্যন্ত লোগোটি তৈরি করা হয়। এর মাধ্যমে যেসব ধারণাকে ফুটিয়ে তোলা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ
– আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব (Theory of Relativity);
– পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড;
– ফেং শুই (প্রাচীন চীনের একটি দার্শনিক ব্যবস্থা, যা মূলত আর্কিটেক্টরা ব্যবহার করেন);
– পিথাগোরাস।
ফলাফল? নতুনভাবে ব্র্যান্ডিং করতে গিয়ে পেপসির আরো কয়েক মিলিয়ন ডলার খরচ হয়ে যায়। বোনাস হিসাবে জোটে বাকি সবার কাছ থেকে সমালোচনা।
আজকের ইনফোগ্রাফিকে আমরা পরিচিত দশটি লোগোর ভেতর লুকিয়ে থাকা অর্থ জেনে নেবো।
লক্ষ করুনঃ আপনি যদি মোবাইল ব্যবহারকারী হন, তাহলে ইনফোগ্রাফিকটি দেখতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে ইনফোগ্রাফিকের তথ্যগুলো দেখতে পারেন নিচে।
১০টি বিখ্যাত লোগো ইনফোগ্রাফিক: ডাউনলোড
ইনফোগ্রাফিকটি ভালো লেগে থাকলে ডাউনলোড করে নিতে পারেন।
[ddownload id=”7597″ class=”button” text=”ডাউনলোড”]
One Comment