সেবা প্রকাশনী বাংলাদেশের একটি সুপরিচিত প্রকাশনা সংস্থার নাম। পাঠকপ্রিয়তার দিক থেকেও এটি অন্যতম শীর্ষ প্রকাশনা সংস্থা। পেপারব্যাক সাহিত্যের প্রতি মানুষের আগ্রহ সৃষ্টিতে রীতিমতো যুগান্তকারী ভূমিকা রেখেছে ১৯৬৩ সালে প্রতিষ্ঠা লাভ করা প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠাতা বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় রহস্য-ঔপন্যাসিক কাজী আনোয়ার হোসেন।
সেবা প্রকাশনীর জনপ্রিয় সিরিজের তালিকায় আছে – কুয়াশা, মাসুদ রানা, তিন গোয়েন্দা, কিশোর হরর, কিশোর ক্লাসিক, কিশোর অনুবাদ, ওয়েস্টার্ন, সেবা রোম্যান্টিক, রোহমর্ষক, গোয়েন্দা রাজুর সিরিজ। এ প্রকাশনী থেকে প্রকাশিত মাসিক ‘রহস্যপত্রিকা’ বাংলাদেশের সাহিত্য ইতিহাসের অন্যতম পাঠকপ্রিয় পত্রিকা।
তিন গোয়েন্দা, মাসুদ রানা, কিশোর ক্লাসিক থেকে শুরু করে ওয়েস্টার্ন, কুয়াশা কিংবা রহস্যপত্রিকা – অজস্র জনপ্রিয় বই উপহার দিয়েছে সেবা। বই পড়ার অভ্যাস আছে, কিন্তু সেবা প্রকাশনীর একটি বইও পড়েনি, এমন মানুষ বোধহয় পুরো বাংলাদেশ খুঁজলেও পাওয়া মুশকিল হয়ে যাবে।
আমাদের অনেকের শৈশব-কৈশোর-তারুণ্যের দিনগুলো মাতিয়ে রাখার পেছনে সেবার অবদান আসলে বলে বোঝানো প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে। লুকিয়ে-লুকিয়ে পড়তে গিয়ে কত যে বকুনি-পিটুনি সহ্য করতে হয়েছে আমাদের! অনেক সময় আবার পরিবারের বড়রাই আদর করে কিনে দিতেন পেপারব্যাকে মোড়া বইগুলো। সেসব বই দেখলেই আমাদের চোখ চকচক করে উঠতো যত দ্রুত সম্ভব শেষ করার তীব্র আগ্রহে। নতুন বই আসার অসহনীয় অপেক্ষায়। সেবার বইয়ে মুখ ডুবিয়ে গোগ্রাসে গেলার আনন্দে।
সেবাময় দিনগুলোকে রোমন্থনের উদ্দেশ্যে কুইজার্ডস নিয়ে আসছে তিন পর্বের সেবা প্রকাশনী কুইজ। ক্যাম্পেইনটি বাংলাদেশের সাহিত্যে সেবা প্রকাশনী ও কাজী আনোয়ার হোসেনের অবদানের প্রতি সম্মান নিবেদনের একটি ক্ষুদ্র প্রয়াস। এ আয়োজনে পুরস্কারের ব্যবস্থা করেছে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন বই স্টোর রকমারি ডট কম।
চলুন ফিরে যাই সেবার শুভ্র-রঙিন দিনগুলোয়; যাত্রী হই সেবার পেপারব্যাকের বইগুলোর উদ্দেশ্যে যাত্রা করা আনন্দ-ভ্রমণে।
এ কুইজের সব পর্ব ইতোমধ্যে উন্মুক্ত করা হয়েছে। কুইজগুলো নিয়ে আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ ও ইভেন্ট পেইজ ফলো করুন।
এক নজরে সেবা প্রকাশনী কুইজ
অংশগ্রহণের নিয়ম
- কুইজার্ডসে আসুন (www.quizards.co);
- সেবা প্রকাশনী কুইজের পাতায় এসে অংশ নিন তিনটি কুইজে (১১ অক্টোবর থেকে ২২ অক্টোবরের মধ্যে কুইজগুলো প্রকাশ করা হবে);
- প্রথম পর্বে তিন গোয়েন্দা, দ্বিতীয় পর্বে মাসুদ রানা এবং শেষ পর্বে থাকছে কিশোর ক্লাসিক ও অনুবাদ নিয়ে কুইজ;
- প্রতিটি কুইজের শেষ দিকে আপনার নাম ও ইমেইল ঠিকানা জানতে চাওয়া হবে। নামের ক্ষেত্রে ফেসবুকে যে নাম ব্যবহার করেন, সে নামটি লিখুন। নাম ও ইমেইল ঠিকানা দেবার পরই স্কোর দেখাবে;
- প্রতিটি পর্বে অংশ নেয়ার পর নিজের অংশগ্রহণের বিষয়টি শেয়ার করুন ফেসবুকে পাবলিক পোস্টের মাধ্যমে। সাথে ব্যবহার করুন তিনটি হ্যাশট্যাগ – #ShebaProkashoni #দ্বিতীয়-হ্যাশট্যাগ #Quizards; দ্বিতীয় হ্যাশট্যাগটি কুইজের থিমের উপর নির্ভর করবে। যেমনঃ তিন গোয়েন্দা কুইজের ক্ষেত্রে #TinGoyenda ব্যবহার করুন। প্রতিটি কুইজে নির্ধারিত হ্যাশট্যাগ উল্লেখ করে দেবো আমরা;
- প্রতিটি কুইজ অসংখ্যবার খেলতে পারবেন। ১২/১২ স্কোর হয়ে গেলে অবশ্য আর খেলার প্রয়োজন নেই।
পুরস্কার
- কুইজে অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য থাকছে রকমারি ডট কমের গিফট ভাউচার। কুইজ খেলার পরপর ভাউচারের লিংক পাবেন। ২২ অক্টোবর ২০১৭ তারিখ পর্যন্ত এ ভাউচার ব্যবহারের সুযোগ থাকছে;
- তিনটি পর্ব মিলিয়ে যারা সর্বোচ্চ নাম্বার পাবেন, তাদের পাঁচজনকে দেয়া হবে ৭০০ টাকার গিফট ভাউচার;
- পাঁচজনকে দেয়া হবে বিশেষ সম্মাননা। তারা পাবেন ৪০০ টাকার গিফট ভাউচার;
- বিজয়ী সবাইকে আমাদের পক্ষ থেকে সার্টিফিকেট দেয়া হবে।
লক্ষ করুন
- পুরস্কারের জন্য বিবেচিত হতে তিনটি পর্বেই অংশগ্রহণ করতে হবে আপনাকে;
- সর্বোচ্চ স্কোরধারীর সংখ্যা পাঁচজনের বেশি হলে লটারির ব্যবস্থা করা হবে;
- সংগৃহীত নাম ও ইমেইল ঠিকানায় রকমারি ডট কমের প্রোমোশনাল মেইল যেতে পারে। এ ব্যাপারে আপনার আপত্তি নেই বলে ধরে নেয়া হবে।
পর্বগুলোর লিংক
– প্রথম পর্ব
– দ্বিতীয় পর্ব
– তৃতীয় পর্ব